সংঙ্গত কারনেই মনে পরে পরে যায় কালজয়ী অমর সেই গানটি “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মনুষ পেতে পারে না ও বন্ধু”…. বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের মেধাবী ছাত্রী তানিয়া। বাবা- আঃ রব তালুকদার এবং মা হোসনেয়ারা বেগম। তানিয়া ১০বছর বয়সে মা’কে হারায়। অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে সংসারের টানাপোড়েন উপেক্ষা করে ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করে বিসিএস কোচিং করছিল। গত ৭দিন পূর্বে (২৭ জানুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এরপর ডাক্তার দেখাতে গিয়ে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলে দিয়েছে, দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসা করার সক্ষমতা নেই তানিয়ার পরিবারের। চিকিৎসায় প্রায় ১৫লাখ টাকা ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তানিয়ার স্বপ্ন ছিল একজন শিক্ষক হবে। আজ তার স্বপ্ন অনিশ্চয়তার দিকে। এই সমাজে অনেক বিত্তবান রয়েছেন। যাদের সহযোগিতায় তানিয়া বেঁচে বেঁচে যেতে পারে। তাই প্রত্যেককে সহযোগিতা দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টা তানিয়াকে সুস্থ জীবনে ফিরিয়ে আনবে। এরকম তরতাজা মেধাবী প্রাণ বাঁচাতে সকলকে এগিয়ে আসুন।

সহযোগিতা হাত বাড়িয়ে দিন: “তানিয়ার জন্য আমরা”

A/C- ০২০১১২২০০০০৭৩৫৯,

First Security Islami Bank ,

বরগুনা ব্রাঞ্চ।. বিকাশ, নগদ এবং রকেট নং:-০১৩১৫৪৫৫৫১২

Share.

Leave A Reply

Exit mobile version