বরিশালে পরিকল্পনা সচিবের  নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

স্টাফ রিপোর্টার, বরিশাল :- জেলার গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর দুই কিলোমিটার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) মোঃ জাকির হোসেন আকন্দ।
শনিবার বিকেলে স্পিডবোড যোগে উপজেলার সরিকল ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে নদী ভাঙ্গন রোধে বরিশাল পানী উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দ্রæত ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক লিজেন শাহ নাইম, পানী উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ সফিউদ্দীন, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাঈদ, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ। উল্লেখ্য আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙ্গনে ইতিমধ্যে বসতবাড়ি, সরকারী রাস্তাসহ একাধিক স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

Share.

Leave A Reply

Exit mobile version