বরিশালে তাল ও খেজুরের চারা রোপণ
স্টাফ রিপোর্টার, বরিশাল :- জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় গ্রামীণ সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার তাল ও খেজুরের চারা রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া-নলচিড়া সড়কে চারা রোপণের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সচিব মাহাতাব হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার, হাসান আল মামুন, মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share.

Leave A Reply

Exit mobile version