• মার্চ ২৩, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

গানে গানে বঙ্গবন্ধু প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গানে গানে বঙ্গবন্ধু প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালের উজিরপুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর উদ্যোগে শোকাবহ আগষ্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গানে গানে বঙ্গবন্ধুর ৩য় জোনের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা শের-ই-বাংলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নুরুল আলম বখতিয়ারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গির হোসেন বাচ্চু, প্রবীন আওয়ামীলীগ নেতা পরিমল কুমার বাইন অনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী প্রমূখ। প্রতিযোগীতা উপজেলার ৪টি জোনে বিভক্ত করা হয়। প্রতি জোনের বিজয়ীদের চুরান্ত পর্ব আগামী ৩১ আগষ্ট উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। আলেঅচনা সভায় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুকে নিয়ে গান ও আলোচনা সভা করে তার জিবনী শেষ করা যাবেনা। তিনি আরো বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনে মনযোগী হতে বলেন। তাহলে শিক্ষার্থীরা উৎফুল্ল থেকে লেখাপড়ায় উৎসাহ পাবে। এ ছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *