জাকের পার্টির একটি প্রতিনিধদল আজ সোমবার দুপুরে ফিলিস্তিন দুতাবাসে যেয়ে রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল ফিলিস্তিনী জনগনের প্রতি জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও জাকের পার্টির সহমর্মিতা, সমর্থন ও সংহতির কথা প্রকাশ করেন। এ সময় প্রতিনিধিদল জাকের পার্টি চেয়ারম্যানের পক্ষ থেকে ফিলিস্তিনী জনগনের জন্য ওষুধ ও চিকিৎসা বাবদ নগদ অর্থ রাষ্ট্রদূতের হাতে তুলে দেন। একই সাথে ভ্রাতৃত্বের নিদর্শনস্বরূপ একটি সুদৃশ্য ক্রেস্টও রাষ্ট্রদূতের হাতে তুলে দেয়া হয়। এ সময় ফিলিস্তিনী রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের প্রতি জাকের পার্টি চেয়ারম্যান ও জাকের পার্টির সহমর্মিতা ও সমর্থনের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাকের পার্টি চেয়ারম্যান ও জাকের পার্টির প্রতি শুভেচ্ছা জানান।

- জুন ১৪, ২০২১
২৭৭
Less than a minute