• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

উজিরপুরে সরস্বতী পূজার অনুষ্ঠানে দফায় দফায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার-১

উজিরপুরে সরস্বতী পূজার অনুষ্ঠানে দফায় দফায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার-১

বরিশাল জেলার উজিরপুরে সরস্বতী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে দফায় দফায় হামলা চালিয়ে এক ইউপি সদস্যসহ ১০ জনকে রক্তাক্ত যখম করার ঘটনার মূল হোতা হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পটিবাড়ী গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজিরপুর থানার এস.আই সনেটের নেতৃত্বে একদল পুলিশের টিম অভিযান চালিয়ে মামলার আসামী হরশিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সুত্রে ও আহত সূত্রে জানা যায় সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার রাতে পটিবাড়ী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান দেখা নিয়ে রাতে ছাত্রলীগ ও যুবলীগকর্মী আশিকুল, শরিফুল খাইরুল সাইফুল ও মেহেদীসহ একদল যুবকের সাথে ওই পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উল্লেখ্য অভিযুক্তরা উশৃঙ্খল আচরণ শুরু করলে স্থানীয় ইউপি সদস্য অমল মন্ডলসহ অন্যান্যরা তাদের আচরনের প্রতিবাদ করে মঞ্চ থেকে নামিয়ে দেয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিপু পাইক, আলী হাওলাদার, হরশিত মন্ডল ওরফে কদম মন্ডল, সাইফুল, আশিকুল, শরিফুল খাইরুল, মেহেদী, আবির, সাগর সহ অর্ধশত লাঠিসোঠা নিয়ে বিনয় বাজারে বাজারে ইউপি সদস্য অমল মন্ডল, তার ভাই শ্যামল মন্ডল, হৃদয় মন্ডল, ও অঙ্কন মন্ডলের উপর হামলা চালায়। তাদেও হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ইউপি সদস্য অমল মন্ডল, তার ভাই শ্যামল মন্ডল, হৃদয় মন্ডল ও অঙ্কন মন্ডলকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্যামল মন্ডল বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

এছাড়াও ভুক্তভোগীরা বাকী আসামীদের দ্রæত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *