• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বড়লেখায় উচ্চশিক্ষা ও মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বড়লেখায় উচ্চশিক্ষা ও মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালনায় ও আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ”র সার্বিক সহযোগিতায় উচ্চশিক্ষা ও মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার  (২৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা  উপজেলা অধীনে  দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ৭ নম্বর খাসি পুঞ্জিতে  এ সচেতনতামূলক সেমিনার’টি অনুষ্ঠিত হয়।
প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় সেমিনারে উচ্চশিক্ষা বিষয়ে আলোচনা করেন জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বদরুল ইসলাম মনু ও মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বিষয়ে আলোচনা করেন দৈনিক ইত্তেফাকের বড়লেখা উপজেলা প্রতিনিধি তপন কুমার দাস।
সেমিনারে প্রকল্পের উপকারভোগী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া ৬০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী হেমসন ধার, রাজু খংলাঃ, শান্তি পঃস্না সহ প্রকল্পের সকল কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *