• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

ঝিনাইগাতী উপজেলায় যোগদান করলেন নতুন নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ

ঝিনাইগাতী উপজেলায় যোগদান করলেন নতুন নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ইউএনও রুবেল মাহমুদ (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক) বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা একই সাথে ঝিনাগাতী উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন বুধবার দুপুরে ঝিনাগাতী উপজেলা পরিষদের কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও রুবেল মাহমুদ, নবাগত ইউএনও ফারুক আল মাসুদ, (এক্সক্লুটিভ ম্যাজিস্ট্রেট) সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম প্রমুখ।

বক্তব্যে বিদায়ী ইউএনও রুবেল মাহমুদ বলেন, ৩ বছর ২ মাস দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজনসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি। তিনি আরো বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, আমি বিদায়ী ইউএনওর অসমাপ্ত কাজ সমাপ্ত করণসহ ঝিনাইগাতীর উন্নয়নকে আরো গতিশীল ও সমৃদ্ধ করে এই জনপদকে একটি মডেল জনপদে পরিণত করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারীগণ সহ ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *