বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। এ ওয়ার্ডে একাধিক প্রার্থী রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাসের পুত্র সঞ্জয় কুমার দাস বহিরাগতদের এলাকায় এনে ভোটারদের হুমকি দিচ্ছেন এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালাচ্ছেন। আগামী সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আরও অভিযোগ উঠেছে ‘তফসিল ঘোষণার পর থেকেই সঞ্জয় বহিরাগতদের নিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তার মোরগ মার্কায় ভোট না দিলে এলাকা ছাড়তে বলছেন, প্রকাশ্যে মোরগ মার্কায় ভোট দেওয়ার কথা বলছেন। অন্য কোনো প্রার্থীর এজেন্ট যাতে কেন্দ্রে ঢুকতে না পেরে সেটি এই বহিরাগতরা নিয়ন্ত্রণ করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কর্মী-সমর্থকদের জোর করে মোরগ মার্কায় ভোট দেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানতে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী সঞ্জয় কুমার দাসের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী সুষ্ঠু নির্বাচনের দাবিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা। করেছেন।

Share.

Leave A Reply

Exit mobile version