নাজমুল হক মুন্না ::
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, এক মাসের সিয়াম সাধনা শেষে অবারিত আনন্দ, খুশী ও মহাসাম্যের সওগাত নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এবার বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহাদুর্যোগ অকল্পনীয় এক বাস্তবতার মুখোমুখি করেছে। যার প্রভাব ব্যাক্তি,সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যায়ে ব্যাপক।
তিনি আরো বলেন, তাই করোনার ভয়াল থাবার মুখে এক মাসের সিয়াম সাধনাশেষে পরিবর্তিত চেতনার যে ঈদুল ফিতর এসেছে তার অন্তনিহিত শিক্ষা কাজে লাগিয়ে প্রকৃত ইসলামের নৈতিক ও মানবিক সৌন্দর্য্যে নিজকে সাজাতে হবে।
ধনী, গরীব নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে,ঈদ মোবারক