বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বিবেকের তারনায় রাতের আধারে দারিদ্র ও সমস্যাগ্রস্থ পরিবারের দুয়ারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী পৌছে দিতে হাজির করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি (কেশবকাঠী)’র সেচ্ছাসেবকরা। এলাকার সমস্যাগ্রস্থদের সহায়তা জন্য পাশে থাকতে এসকল সেচ্ছাসেবকরা বিগত কয়েকদিন আগেও পৃষ্ঠপোষকতায় ভুগছিলেন। কিন্তু এব্যপারে সংবাদ প্রকাশের পরে অবগত হয়ে স্থানীয় বাগড়া গ্রাম থেকে বিশিষ্ট সমাজ সেবক মাহবুব রশিদ মেহেদী মৃধা’র নেতৃত্বে সমাজ সেবক মোঃ সেলিম মৃধা, মোঃ আসাদুজ্জামন এলিট, মোঃ সুজন মল্লিক, মোঃ রেজাউল মৃধা, সামসু মৃধাসহ অনেকেই দূর থেকে সবান্ধবে এমন মহৎ কাজে অংশীদার হতে অর্থ ও পরার্মশ প্রদান করে এসকল উদ্দ্বামী সেচ্ছাসেবকদের উৎসাহ উদ্বীপনা দিয়েছেন। বড়দের এমন উৎসাহ পেয়ে সেচ্ছসেবকদের মাঝে কাজের গতী ফিরে আসে বলে জানান একাধিক সুধিজন। অন্যদিকে করোনা প্রতিরোধে নিয়মিত পরিছন্নতা কর্মকান্ডের পাশা পাশি ধারাবাহিক ভাবে ৫ম দিনের ত্রান সহায়তার কাজ চলছে । এতে উপকৃত হচ্ছে প্রকৃত সহায়তা পাওয়ার যোগ্য এমন অনেক পরিবার। সঠিক ভাবে তদারকি ও পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আর ভালো কাজ করারা আশাবাদী করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি(কেশবকাঠী)’র সেচ্ছাসেবক ও কর্মীবৃন্দ। যুব ও তরুন সমাজের উদ্দোগ্যে এমন মহৎ কর্মকান্ড এমন গতীশীল হওয়াতে সর্বস্থরের প্রশংসনীয় হয়।

- এপ্রিল ৩০, ২০২০
৩৬৭
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩