নিজাম উদ্দীন (স্বাধীন) বরগুনার বেতাগীতে করোনা রোগীর কিট সংকট রয়েছে। ইতোমধ্যেএ উপজেলায় গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন এবং গত ২১ এপ্রিল পৌরসভার ১নং ওয়ার্ডে একজন ৩৫ বছর বয়সী পুরুষ আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১টি প্রথম শ্রেণির পৌরসভাসহ ৭টি ইউনিয়নের দেড়লাখ অধ্যুষিত জনসংখ্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র আজ বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত ২ জন করোনা রোগী পরীক্ষা করার ২টি কিট রয়েছে। চাহিদা থাকলেও সরবরাহ নেই এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং বলেন,‘ জেলা সিভিল সার্জন কার্যালয়ে থেকেই কিট সরবরাহ কম, এ কমপ্লেক্সে মাত্র ২ টি করোনা রোগীর কিট রয়েছে। তবে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ চাহিদা কথা জানিয়েছি।
