ষ্টাফ রিপোর্টারঃ বরিশাল উজিরপুরের হারতায় সরকারি রাস্তার ইট আওয়ামীলীগ নেতার বাড়ীতে অভিযোগ করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ী গ্রামের মৃত রাজেন বিশ্বাসের ছেলে আওয়ামীলীগ নেতা বিশ্বনাথ বিশ্বাস (৪০) ক্ষমতার দাপট দেখিয়ে হারতা টু কুড়োলিয়ার সরকারি রাস্তার প্রায় ২ হাজার ইট তুলে নিয়ে নীজ বসত বাড়ীর রাস্তা ও আঙ্গিনায় শান সজ্জা করেছে। যেন দেখার কেউ নেই। এদিকে দেশ যখন করোনা ভাইরাসের মত ভয়াল গ্রাসের আতঙ্কে মানুষ ঠিক তখনই এ সুযোগ করোনাকে পুঁজি করে অর্থাৎ মানুষ বাড়ীতে থাকার সুবাধে ঝোঁপ বুঝে কোঁপ মেরে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে যায়। সেই ইট গুলি তার বাড়ীর রাস্তায় এবং আঙ্গিনায় ব্যবহার করছে। আরো অভিযোগ করে শত শত মানুষ বলেন ইতিপূর্বে ও বিশ্বনাথ বিশ্বাস ক্ষমতার দাপটে সরকারি রাস্তার ইট প্রকাশ্যে লুট করে নিয়ে তার বসতঘর পাকাঁকরণ ও পাকা টয়লেট স্থাপন করেছিল। তার কোন বিচার হয়নি বিধায় বর্তমানে পুনরায় সে সরকারি রাস্তার ইট লুট করে নীজের বসতবাড়ীর রাস্তায় এবং আগ্ঘিনায় ব্যবহার করছে। এমনকী এলাকার লোকজন এ ব্যাপারে প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় জড়ানো ও এলাকা ছারা করার হুমকী দেয়। হুমকীর মূখে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা সাধারনরা। অভিযুক্ত, র মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই সুযোগবাদী, সরকারি রাস্তার ইট লুন্টনকারী,প্রভাবশালী নেতাকে দ্রুত গ্রেফতার পূবক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

- এপ্রিল ২৩, ২০২০
৭১১
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩