• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালের শিকারপুরে গভীর রাতে এান নিয়ে নিম্নআয়ের মানুষের দরজায় যুবসমাজ

বরিশালের শিকারপুরে গভীর রাতে এান নিয়ে নিম্নআয়ের মানুষের দরজায় যুবসমাজ

নিজস্ব প্রতিবেদক: জেলার উজিরপুর উপজেলায় শিকারপুর ইউনিয়ন এর 5 নং ওয়ার্ডে, হোমকোয়ারেন্ট থাকা নিম্নআয়ের পরিবারের দরজায় গভীর রাতে স্থানীয় যুব সমাজ, যুবকরা তাদের নিজস্ব অর্থায়নে দ্বিতীয়বারের মতো গতকাল শতাধিক পরিবারের মাঝে (চাল,ডাল,তেল,আলু, ও ইফতার সামগ্রী ) এান বিতরণ করেন। এসময় স্থানীয় যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক মোঃ শাকিল মাহমুদ আরিফ, মো: জনি সরদার, আলতাফ সরদার, মেহেদী হাসান মিঠু, মো:ছোট সর্দার, রাজিব বেপারী প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *