নিজাম উদ্দীন (স্বাধীন): বরগুনার বেতাগী পৌরসভার মেয়রে আলহাজ্ব এবিএম গোলিম কবির এর উদ্যোগে পৌরসভার পক্ষ থেকে ৩ শত দুস্থ পরিবারের মধ্যে ত্রানের চাল বিতরণ করা হয়েছে। গতবাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় পৌরসভা থেকে চাল বিতরণ করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। এসময় সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রট মেহেদী হাসান, নৌ বাহিনীর লেফটেন্যান্ট সাইফ। এ ছাড়া এ সময় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয় পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, পর্যায়ক্রমে আরো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবন ও তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এবং এ ধারা অব্যাহত থাকবে করোনা শেষ না হওয়া পর্যন্ত।

- এপ্রিল ১৭, ২০২০
৫২৬
Less than a minute