নিজাম উদ্দীন (স্বাধীন) বরগুনায় করোনা ভাইরাস আক্রান্ত ঠেকাতে সরকারী নির্দেশনা অমান্য করে অযথা রাস্তায় ঘোরাফেরা করার অপরাধে পুলিশ প্রশাসন শুক্রবার বেলা ১০ টায় প্রায় একশত লোককে রোদে বসিয়ে শাস্তি দিয়েছেন। জানা গেছে, সরকার করোনা ভাইরাসে অযথা রাস্তায় ঘোরাফেরা না করার জন্য কঠোর নির্দেশনা জারি করেছেন।কিছু লোক সরকারী নির্দেশনা উপেক্ষা করে অযথা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করেন। নিত্য দিনের মত পুলিশ টহলে বরগুনা পৌর শহরে দেখতে পায় অনেক লোক অহেতুক ঘোরাফেরা করতেছেন। এ সময় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া লোকজন ধরে বরগুনা কাচাবাজারের সামনের সড়কে রোদে বসিয়ে আধা ঘন্টা শাস্তি দিয়েছেন। শাস্তি ভোগকরা রাসেল বলেন, বাজারে আমার কোন কাজ ছিল না। নৌবাহিনী কি করে তা দেখতে এসেছি। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, দেশে করোনা ভাইরাস নিয়ে সরকার লোকজনকে বাসা থেকে অযথা বের হতে নিষেধ করেছেন। সেই মর্মে পুলিশ প্রশাসন প্রতিদিন মাইকিং করে সচেতন করে যাচ্ছে। জেলা প্রশাসন প্রতিদিন মোবাইল কোর্ট দিয়ে জরিমানা করে যাচ্ছেন। তারপরও জনগণ অহেতুক কাজ বিহীন শহরে ঘোরাফেরা করতেছে। এ কারনে প্রায় একশত লোক ধরে রোদে রাস্তায় বসিয়ে শাস্তি দিয়ে বুঝিয়ে দিয়েছি অযথা ঘরের বাইরে কেহ বের হবেন না। তারাও স্বীকার করেছে তাদের ভুল হয়েছে।

- এপ্রিল ১৭, ২০২০
৪১৮
Less than a minute