• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

ঢাকা থেকে ট্রলারে ঝুকি নিয়ে মুলাদীতে আসা যাত্রীদের আটক করেন ইউপি চেয়ারম্যান হিমু মুন্সি

ঢাকা থেকে ট্রলারে ঝুকি নিয়ে মুলাদীতে আসা যাত্রীদের আটক করেন ইউপি চেয়ারম্যান হিমু মুন্সি

 লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে মুলাদীতে আসায় দুই ট্রলার চালককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের রায় ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রূম্পা ঘোষ উল্লেখিত দন্ডাদেশের রায় ঘোষণা করেন। ইউএনও আরও জানান, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ৩২ জন যাত্রী নিয়ে বুধবার বিকেলে মুলাদী উপজেলার সফিপুর খেয়াঘাটে দুইটি ট্রলার আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী ওই ট্রলার আটক করেন। আটকের পর ওইদিন রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের দুই চালককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের রায় ঘোষণা করা হয়।

অপরদিকে ট্রলারের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য কর্মীরা প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছে বলেও ইউএনও উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *