• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে সরকারী চাল উদ্ধার ডিলারসহ দুই ক্রেতার কারাদন্ড

বরিশালে সরকারী চাল উদ্ধার  ডিলারসহ দুই ক্রেতার কারাদন্ড

খাদ্য বান্ধব কর্মসূচির ৫৪ বস্তা চাল কালো বাজারে বিক্রির ঘটনায় আটককৃত ডিলার প্রদীপ দত্ত ও চাল ক্রেতা পঙ্কজ সাহাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার দিবাগত রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ ডিলার প্রদীপ দত্ত এবং চাল ক্রেতা পঙ্কজ সাহাকে আটক করে থানা পুলিশ। অপরদিকে কেন্দ্রের নির্দেশে চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী।

অপরদিকে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের ইউনুস সরদারের (৩২) বসতঘর থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০টি বড় প্লাস্টিকের বস্তা ভর্তি ৫৩০ কেজি চাল উদ্ধার করেন। এ ঘটনায় বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউনুস সরদারকে তিন মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *