নববর্ষের আজকের এইদিনে জাকের পার্টি ছাত্রফ্রন্ট রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন এর উদ্যোগে এলাকার গ্রামগঞ্জে, বাজারে, রাস্তাঘাট,স্কুলের আশপাশ ও প্রতিটি বাড়ি আঙ্গিনা পরিষ্কার পরিছন্ন অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথমেই মসজিদ এর মাইকে মাইকিং করে সচেতনতা বাড়িয়ে যার যার বাড়ি ও বাড়ির সামনের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। পরে পুরো এলাকা পানি দিয়ে ধুয়ে ধূলাবালির প্রকোপ কমানো হয়। এবং শেষে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে জীবাণুনাশক স্প্রে করা হয়। জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর এই মহান উদ্যোগকে এলাকার তরুণ সমাজ স্বাগত জানিয়ে তারাও এই কাজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য এসময় জাকের পার্টি ছাত্রফ্রন্ট পীরগঞ্জ উপজেলার সভাপতি মো: মহিতুর রহমান রানা,২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন এর সভাপতি মো:জয়নাল আবেদীন ও উপস্থিত ছিলেন।

- এপ্রিল ১৫, ২০২০
৯০১
Less than a minute