আল্লাহু আকবার ইসলাম ঈমান এহসান পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি। শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। যদিও আজকের এই দিনকে বিবর্ন করে দিয়েছে নভেল করোনা নামক একটি ভাইরাস। সারা বিশ্ব আজ কোনঠাসা এই করোনা আতঙ্কে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ কবি গুরুর গানটি আজ ছায়ানট রমনার বট মূলে না গাইলেও কোটি কোটি হৃদয়ে আজ জাগ্রত।। কারন আমরা বাঙ্গালী, বীরের জাতি। করোনাকেও আমরা মোকাবেলা করবো। ইনশাআল্লাহ। তাই সকলে আতংকিত না হয়ে সচেতন হউন।। ঘরে থাকি। “বছর ঘুরে এলো আরেক প্রভাতী, ফিরে এলো মনেরও মন্জুরী, পলাশ শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলেই শুনি ” ঠিক তাই। আজ পহেলা বৈশাখ। আজ আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “পরিবর্তনের শপথের’ এক বছর পূর্তি। ২য় বছরে পদার্পন। অভিজ্ঞতা একমাত্র এক বছর। এক বছরে এক ঝাঁক নতুন উদ্যোমী তরুনদের নিয়ে গড়া এই পরিবর্তনের শপথ। হ্যাঁ ঠিকই ধরেছেন। তরুন মানেই তো পরিবর্তনের নেশায় মত্ত। সব কিছু ভেঙ্গে চুরে নতুনের আহবান যৌবনে পদার্পনের নেশা। তাই আমরা দেশব্যাপী এক ঝাঁক তরুনদের সত্যের দিক্ষায় ‘সত্যের প্রচারে অবিচল মোরা” এই শ্লোগানে শুরু করেছি পথ চলা। আজ এই শুভ দিনে আমরা পরিবর্তনের শপথ পরিবারের পক্ষ থেকে দেশবাসী সহ সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সহ শুভ কামনা। মোহাম্মদ ফয়সাল বিন শফিক (সনি) প্রতিষ্ঠাতা ও সম্পাদক পরিবর্তনের শপথ

- এপ্রিল ১৪, ২০২০
৪৮৫
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩