জাকের পার্টি মহিলাফ্রন্ট খুলনা জেলার সাংগঠনিক সম্পাদিকা ফারজানা পারভিন (শিউলী) এর পক্ষথেকে আজ খুলনা জেলা ফুলতলা থানা দামোদর ৯নং ওয়ার্ডে করোনা ভাইরাসে ঘড় বন্ধি অসহায় দরিদ্র পরিবার এর মাঝে চাল ডাল আলু তৈল ও সাবান বিতরন করেন। তিনি এলাকার দরিদ্র পরিবারের হাতে এই ত্রান তুলে দেন। এসময়ে খুলনা জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের আরো কিছু নেত্রী এই কাজে তাকে সহযোগিতা করেন।এসময় তিনি জানান সমাজের অসহায় যে লোকগুলা দিনমজুর ছিলো তারা আজ কাজ করতে পারছে না। তারা তিন বেলা খেতে পারছে না।তাই আমাদের যাদের আছে আমাদের সবার উচিত এই লোকগুলার জন্য কিছু করার। তিনি আরো বলেন আমার মতো সকলের উচিত এই সকল পরিবারের পাশে দারানো।তাদের জন্য কিছু করার। এ সময় উপস্তিত ছিলেন জাকের পার্টি খুলনা জেলা ফুলতলা থানার সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম ফরাজী মোছাঃ রুকছানা পারভীন (সাধারন সম্পাদিকা – মহিলাফ্রন্ট ফুলতলা থানা) মোছাঃ নিগান সুলতানা বুবলী (যুগ্ন- সম্পাদিকা ফুলতলা থানা) মোঃ সামীম খন্ডকার (সহ-সভাপতি ছাত্রফ্রন্ট ফুলতলা থানা)

- এপ্রিল ১৪, ২০২০
৯০১
Less than a minute