নাজমুল হক মুন্নঃ রাজধানীর ঢাকা মহানগর দক্ষিনের অন্তর্গত জাকের পার্টি ছাত্রফ্রন্ট কদমতলী থানার উদ্যোগে আজ দুপুরে শনির আখড়া ও দনিয়ায় দ্বিতীয় দফায় নিজ সংগঠনের দুস্থ নেতাকর্মী ও অসহায় গরীব মধ্যবিত্ত মানুষের বাসায় প্রায় ১০০ টি পরিবারের খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল সাহেবের নির্দেশে অসহায় গরীব মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়। প্রবাসী ছাত্রনেতা মো: নাসির উদ্দিন ও ঊমর সুলতান বাবুর অর্থায়নে কদমতলী থানা ছাত্রফ্রন্টের সভাপতি মো:জাহাংগীর আলম ও সাধারন সম্পাদক এস এম শুভ হাসানের নেত্বত্বে খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা মহাংর দক্ষিনের সহ সাধারন সম্পাদক মো:ফয়সাল আহম্মেদ, থানার সাংগঠনিক সম্পাদক জেড এইচ রনি,শামীম ইসলাম,৬১ নং ওয়ার্ড এর সভাপতি আমজাদ হোসেন জয়,৬০ নং ওয়ার্ড সভাপতি হান্নান হোসেন হৃদয়, যুবফ্রন্ট এর আলাউদ্দিন টিপু, মেহেদী সহ প্রমুখ।

- এপ্রিল ১২, ২০২০
৭৯৮
Less than a minute