নাজমুল হক মুন্না: দেশে মহামারী করোনা ভাইরাসের আতঙ্ক এরই মধ্যে বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামের অসাধু ব্যবসায়ী খায়ের চোকদার ক্ষমতার দাপটে অন্যায় ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বসত বাড়িতে মুরগির ফার্ম করে পরিবেশ দূষণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। শত শত পরিবারের রোগ আক্রান্তের ঝুঁকিতে দিশেহারা হয়ে পড়েছে। যেন দেখার কেউ নেই। ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায় ওই মুরগীর ফার্মে ময়লা-আবর্জনা, বজ্র নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। এছাড়া খায়ের চোকদার ফার্মে কোন জীবানু নাশক স্প্রে ও ব্যবহার করছে না। প্রতিদিন বেশ কিছু মুরগি মারা যায়। সেই মৃত মুরগীগুলি ফার্মের নিচে ফেলে রাখে। তা পচে দুর্গন্ধে হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। ফার্মটির পাশের রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে।পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লা অভিযোগ করে বলেন দুর্গন্ধের মধ্যে আমাদের পরিবারের শিশুসহ সকল সদস্যদের নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তারা প্রভাবশালী হওয়ায় আমরা বিষয়টি নিয়ে ইউপি সদস্য সহ বিভিন্ন মহলে অভিযোগ দিয়েও কোনো শুরাহ হয়নি।
এছাড়াও ওই এলাকার একাধিক পরিবার অভিযোগ করে বলেন খায়ের চোকদার কোন আইনকে তোয়াক্কা করছে না। ক্ষমতার দাপটে অসৎভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যয়লার মুরগির ফার্ম করে ব্যবসা চালাচ্ছে। কারো রোগ হলে তার কিছুই যায় আসে না। স্বাস্থ্য ঝুঁকি থেকে রেহাই পেতে দ্রুত ওই প্রভাবশালী অসাধু ব্যবসায়ী কে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার প্রনতি বিশ্বাস ও মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের সু-দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।