নাজমুল হক মুন্না : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সোনার বাংলা বাজারে এক পাগলী,আজ সকালে পুত্র সন্তানের মা হলেন,বাবা হয়নি কেউ,কে সন্তানের বাবা এ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে,তবে মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে,পাগলীর সন্তানটি দেখতে অনেক সুন্দর। শিশু সন্তানটিকে দত্তক নিতে অনেক নিঃসন্তান দম্পতি সকাল থেকেই ভিড় জমান,কিন্তু পাগলী তার সন্তানকে নিজের কাছে আগলে রেখেছেন। পাগলীটি দীর্ঘদিন ধরে সোনার বাংলা বাজার এলাকায় মহাসড়কের পাশে ওবিভিন্ন দোকানের সামনে রাত্রি যাপন করত।স্থানীয় মহিলাদের প্রশ্ন পাগলীটা মা হলো,বাবা হল কে?

- এপ্রিল ১২, ২০২০
৩৭৮
Less than a minute