নিজাম উদ্দীন (স্বাধীন): নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে বরগুনার বেতাগীতে লক ডাউনে থাকা বিভিন্ন শ্রেণী প্রেশার হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে । বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এর উদ্যোগে বেতাগী উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট ৮টি ইউনিয়ন খাদ্য সামগ্রী বিতরন করেন। প্রতি ইউনিয়নে একশ জন করে মোট ৮ শত জন লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১:০০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বেতাগী উপজেলার ১নং বিবিনিচি ইউনিয়ন, বেতাগী পৌরসভাসহ ৪ টি ইউনিয়নে খাদ্য সামগ্রী দেয়া হয়। পড়ে শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার বাকি ৪টি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্তিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য জনাব শওকত হাচানুর রহমান রিমন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহসান। ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু। বেতাগী থানা অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপু, উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন বিশ্বাস এবং সস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে এমপি রিমন বলেন করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলের মহান আল্লাহ উপর ভরশা রাখতে হবে এবং তাঁর ইবাদত করতে হবে। সেই সাথে সচেতন থাকতে হবে। আর সরকারে দেওয়া নির্দেশনা গুলি মানতে হবে।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান