নিজাম উদ্দীন (স্বাধীন): বরগুনার বেতাগীতে ১০/০৪/২০২০ ইং তারিখ সকাল ১০: ঘটিকার সময় বেতাগী জনকল্যান পরিষদের আয়োজনে প্রথম ধাপে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। জনকল্যানের স্বেচ্ছাসেবীরা বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেন। খাদ্য সামগ্রী বিতরনে অংশগ্রহন করেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী। সাংবাদিক মোঃ মহসিন খান, সাংবাদিক মো সুজন।জনকল্যান পরিষদের করোনা তহবিলের সাইফুল ইসলাম ফুয়াদ,সদস্য মাসুম বিল্লাহ,আল আমীন সাইদ,মারুফ সিকদার,কামাল হোসেন আতিক,বেতাগী জনকল্যান পরিষদের করোনা তহবিলের আহ্বায়ক প্রভাষক মোঃ শাহাদাত হোসেন মুন্না বলেন এই মহৎ উদ্যোগটা ছিলো “বেতাগী জনকল্যান পরিষদের ,কিন্তু মহানুভবতা ছিলো আপনাদের, যারা স্বেচ্ছায় আর্থিক অনুদান করেছেন। এর সুমিষ্ট প্রতিদান আল্লাহ আপনাদের দিবে,এরকম সামজিক কাজে আপনারই আমাদের অনুপ্রেরণা। আপনারা অতীতে আমাদের সাথে ছিলেন, বর্তমানেও আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবেন. প্রায় অর্ধশত কর্মহীন পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তেল,পিয়াজ ও সাবান বিতরন করা হয়।

- এপ্রিল ১০, ২০২০
৪৩২
Less than a minute