• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

উজিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে হার্ডলাইনে পুলিশ বাহিনীর ব্যাপক মোহরা

উজিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে হার্ডলাইনে পুলিশ বাহিনীর ব্যাপক মোহরা
নাজমুল হক মুন্না৷ প্রতিনিধিঃ বরিশাল উজিরপুর মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে হার্ডলাইনে পুলিশ। চীনের উহান থেকে প্রথমে করোনা ভাইরাস উৎপত্তি হয়। এরপর তা দিন দিন বৃদ্ধি পেয়ে আজ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই পর্যন্ত ১৪ লক্ষ ৩৪ হাজার বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা যায় প্রায় ৮৩ হাজার মানুষ।(আইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা.মীরজাদী সেব্যীনা ফ্লোরার হিসাব মতে বাংলাদেশ আক্রান্ত, র সংখ্যা ২১৮ জন।মারা যায় ২০ জন।তবে সুস্থ্য হয়ে উঠছেন ৩৩ জন। প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেয় প্রশাসনকে কঠোর হতে এবং দেশের মানুষের সামাজিক ও দৈহিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়। আর সরকারের এ নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল আহসান এর নেতৃত্বে এস,আই রিয়াজ মাহামুদ, হারুন, এ,এস,আই জহির,নাজিমসহ একদল চৌকস পুলিশের টিম প্রতিদিন রাত অক্লান্ত পরিশ্রম করে মহরা চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রতিটি এলাকায় করোনা প্রতিরোধ কমিটি করে জনগণকে সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের ব্যাপক তৎপরতায় কাঁচাবাজার ও ফার্মেসী বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সময় বেঁধে দেয়া হয়েছে এবং মানিক বাজার, নতুন বাড়ি, ঈদগা বাজার, সেনেরহাট বাজার, ধামুরা বাজার, শোলক বাজারসহ বিভিন্ন স্থানের সপ্তাহিক বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। শুধু নিত্য প্রয়োজনীয় মুদি দোকান দুপুর ২ টা পর্যন্ত খোলার সুযোগ রয়েছে। উজিরপুর মডেল থানা পুলিশের তৎপরতায় ইতিমধ্যে সাপ্তাহিক হাট -বাজার, চায়ের দোকান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করায় কিছুটা হলেও স্বস্তিতে মানুষ। এ মহামারি করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য পুলিশকে কঠোর হওয়ার দাবি জানান সচেতন মহল। উজিরপুর উপজেলা নির্বাহি অফিসার প্রনতি বিশ্বাস ইতিমধ্যে ৫টি বাড়ী লকডাউন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *