• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু \ বাড়ি লকডাউন

শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু \ বাড়ি লকডাউন

 করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ১০ মিনিটের মধ্যে এক রোগী মারা গেছে। এ ঘটনায় মৃত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে। বরিশালে করোনা সংক্রান্ত ঘটনায় এটাই প্রথম কারও বাড়ি লকডাউন করা হয়েছে।

সোমবার রাত দশটার দিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শেবাচিমের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, সোমবার বিকেলে ৫০ বছরের পুরুষ রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। শ্বাসকষ্টসহ কিছু লক্ষণ থাকায় তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে নেওয়ার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। এছাড়া হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সাতজন। এরমধ্যে পুরুষ ছয়জন এবং একজন নারী।

এর আগে করোনা সন্দেহে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ছয় রোগীর নমুনা সংগ্রহ করে রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। পরীক্ষায় তাদের প্রত্যেকের করোনা নেগিটিভ আসে। তবে ওই ছয়জনের মধ্যেও একজন মৃত্যুবরণ করেছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *