সেলিম রেজা: করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে সরকারি-বেসরকারি অফিস বন্ধ গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত,কিন্তু তা থেকে ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করেছে সরকার। করোনার এই প্রভাব রাজধানী ঢাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর পরিবার। নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনা পার করছেন। এই অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, সংস্থা বা ব্যক্তিরাও এগিয়ে আসছেন অসহায় মানুষগুলোর পাশে। দূর্যোগ মানুষকে শুধু অসুবিধাই ফেলেনা। কখনো কখনো দূর্যোগও মানুষকে একত্রিতও হতে শেখায়। করোনা ভাইরাসের কারনে শহরের অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ। যে কারনে দৈনিক খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। দুর্যোগের এ সময় হযরত শাহ শরীফ জিন্দানী (র) খুকনী কাফেলা নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। সকল মানুষদের সহযোগীতার জন্য নানা পেশার একদল মানুষ, প্রথম দিন থেকেই নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ কথা স্বীকার করতেই হবে,কোষাধক্ষ্য রফিকুল ইসলাম সিকো বলেন, আমাদের সাধ্যমত চেষ্টা করছি, ভবিষ্যতে বড় পরিসরে করার চিন্তাভাবনা আছে। সেক্রেটারি নজরুল মাল বলেন,আমাদের সংগঠন থেকে এলাকার মধ্যে গরিব-দুঃখী আছে তাদেরকে সহযোগিতা করা। সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা খুকনী কাফেলার উদ্যোগে গ্রামের অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন। নিজেদের টাকা এবং পরিচতজনদের কাছ থেকে সহায়তা নিয়ে হযরত শাহ শরীফ জিন্দানী (রা:) খুকনী কাফেলা পক্ষে থেকে,২০০টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বাড়ি বাড়ি পৌঁছানো হয়। করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নের নিজ নিজ অবস্থান থেকে যদি অসহায় পরিবারের জন্যে খাদ্যসামগ্রীর ব্যবস্থা আমরা করে দিতে পারি এটা হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া। সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন আমাদের পাশে থাকুন তাইলে হয়তো এই ক্রান্তিলগ্নে তাদের পাশে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি প্রাণ মূল্যবান,সামান্য ভুলের কারণে মানুষের জীবন যেন হুমকির মুখে না পড়ে। জন্মভুমি ও পৃথিবীর ক্রান্তিকালে আমরা ঐক্যে অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আমাদের সম্মিলিত চেষ্টাই পরাজিত করবে এমন দুর্যোগ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মোঃ আব্দুস সালাম কার্যকরী সভাপতি, মোঃ শহীদ আলী সভাপতি, মোঃ নজরুল মাল সেক্রেটারি, মোঃ রফিকুল ইসলাম সিকো কোষাধক্ষ্য।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান