সেলিম রেজা: করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে সরকারি-বেসরকারি অফিস বন্ধ গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত,কিন্তু তা থেকে ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করেছে সরকার। করোনার এই প্রভাব রাজধানী ঢাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর পরিবার। নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনা পার করছেন। এই অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, সংস্থা বা ব্যক্তিরাও এগিয়ে আসছেন অসহায় মানুষগুলোর পাশে। দূর্যোগ মানুষকে শুধু অসুবিধাই ফেলেনা। কখনো কখনো দূর্যোগও মানুষকে একত্রিতও হতে শেখায়। করোনা ভাইরাসের কারনে শহরের অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ। যে কারনে দৈনিক খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। দুর্যোগের এ সময় হযরত শাহ শরীফ জিন্দানী (র) খুকনী কাফেলা নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। সকল মানুষদের সহযোগীতার জন্য নানা পেশার একদল মানুষ, প্রথম দিন থেকেই নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ কথা স্বীকার করতেই হবে,কোষাধক্ষ্য রফিকুল ইসলাম সিকো বলেন, আমাদের সাধ্যমত চেষ্টা করছি, ভবিষ্যতে বড় পরিসরে করার চিন্তাভাবনা আছে। সেক্রেটারি নজরুল মাল বলেন,আমাদের সংগঠন থেকে এলাকার মধ্যে গরিব-দুঃখী আছে তাদেরকে সহযোগিতা করা। সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা খুকনী কাফেলার উদ্যোগে গ্রামের অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন। নিজেদের টাকা এবং পরিচতজনদের কাছ থেকে সহায়তা নিয়ে হযরত শাহ শরীফ জিন্দানী (রা:) খুকনী কাফেলা পক্ষে থেকে,২০০টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বাড়ি বাড়ি পৌঁছানো হয়। করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নের নিজ নিজ অবস্থান থেকে যদি অসহায় পরিবারের জন্যে খাদ্যসামগ্রীর ব্যবস্থা আমরা করে দিতে পারি এটা হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া। সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন আমাদের পাশে থাকুন তাইলে হয়তো এই ক্রান্তিলগ্নে তাদের পাশে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি প্রাণ মূল্যবান,সামান্য ভুলের কারণে মানুষের জীবন যেন হুমকির মুখে না পড়ে। জন্মভুমি ও পৃথিবীর ক্রান্তিকালে আমরা ঐক্যে অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আমাদের সম্মিলিত চেষ্টাই পরাজিত করবে এমন দুর্যোগ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মোঃ আব্দুস সালাম কার্যকরী সভাপতি, মোঃ শহীদ আলী সভাপতি, মোঃ নজরুল মাল সেক্রেটারি, মোঃ রফিকুল ইসলাম সিকো কোষাধক্ষ্য।

- এপ্রিল ৬, ২০২০
৬২২
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১