নভেল করোনা ভাইরাস(কোভিড-১৯) এ যেন এক মৃত্যুপরীতে পরিনত হতে চলছে সারা বিশ্বে। প্রায় ১৮০টির বেশি দেশে এই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সেই সাথে বাংলাদেশের অবস্থাও খারাপ যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখারা জন্য দেশের সরকারপ্রধান বিভিন্ন ভাবে প্রশাসন দিয়ে চেষ্টা চালাচ্ছে। দু:খের বিষয় গ্রাম গঞ্জের সাধারন মানুষ কিছুতেই মানছেন না এই বাধা নিষেধ। ঘরে ঘরে কোয়ারাইন্টাইনের ব্যবস্থা নিজেরা না বজায়ে রাখলে দেশের অবস্থা আরো খারাপ হবে আশা করা যায়। বিদেশ থেকে আশা প্রবাসীরা দেশের বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা করে যা হয়তো আমরা সকলে চিনিনা কিংবা জানিও না। তাতেও গ্রামের সাধারণ জনগনের কোন নিরাপত্তা ব্যবস্থা নাই।
ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাপুর বাধের বাজার(নতুন হাট) বাজারে প্রতিনিয়ত সরকারের বাধা নিষেধ উপক্ষো করে স্থানীয় জনগন হরদমে করে যাচ্ছে বাজার ঘাট। সামাজিক দূরত্ত না মেনেই চলছে তাদের এই কার্যক্রম। প্রশাসনের বাধা থাকার পরেও তারা প্রতিদিন কোন ভাবেই মানছে না এই বাধা নিষেধ। তাই প্রশাসনের দৃষ্টি আরো জোরদার করতে অনুরোধ জানাচ্ছে গ্রামের মানুষজন। যাতে করে গ্রামের সাধারন মানুষ বাঁচতে পারে, সুস্থ্য থাকতে পারে সেই ব্যবস্থা করে হাট বাজার নিয়ন্ত্রন রাখার।