নাজমুল হক মুন্নাঃ বরিশালের উজিরপুরে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষ দাঙ্গাবাজ সন্ত্রাসীরা অসহায় পরিবারের এক যুবক সহ কয়েকজন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করায় ঘটনায় থানায় মামলা করায় আসামিপক্ষরা বাদীর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ এপ্রিল বাদী পক্ষের বাড়ীতে ঢুকে প্রকাশ্যে হুমকি দিয়েছে আসামী পক্ষরা, অভিযোগ করেছে বাদীর পরিবার।
এ ঘটনায় চরম আতঙ্কে বাদীর পরিবার। উল্লেখ্য ২ এপ্রিল উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামের হারুন মোল্লার ছেলে ইমরান হোসেন মোল্লা (২০),আবু তালেব সিপাহীর ছেলে জুয়েল সিপাহী (৩০), রশিদ মোল্লার স্ত্রী কাজল বেগম (৪৫), মৃত মধু মোল্লার ছেলে সুলতান মোল্লা (৬০),মৃত সেকেন্দার আলী মোল্লার ছেলে ইউনুস মোল্লা (৫০), কে পারিবারিক কলহের জের ধরে একই এলাকার মৃত ছুমির মোল্লার ছেলে সন্ত্রাসী মিজান মোল্লা (৩০),মজনু মোল্লা (৩৫), বজলু মোল্লা (৪০), মিলে অসহায় পরিবারের সদস্যদের কে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথালী ভাবে কুপিয়ে ও পিটিয়ে সঙ্গাহীন করে ফেলে রাখে এবং তাদের কাছে থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আহত পরিবারের সদস্য হাসান মোল্লা বাদী হয়ে ৩ এপ্রিল উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৪। ভুক্তভোগী পরিবার আরো জানান ওই সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা করার জন্য হামলা চালিয়ে ক্ষ্যান্ত হয়নী এখনো তারা আমাদেরকে হত্যা, এলাকা ছাড়া করবে এবং নারী নির্যাতন মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছে। তাদের হুমকীর মুখে প্রতিনিয়ত আমাদের আতঙ্কে থাকতে হচ্ছে। এলাকায় বিভিন্ন কু- কর্মের সাথে জড়িত রয়েছে ওই সন্ত্রাসীরা। তাদের ভয়ে এলাকায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এলাকায় তারা মূর্তীয়মান আতঙ্ক। যেন দেখার কেউ নেই। এছাড়াও এলাকায় একাধিক হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে তারা। ওই হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন বাদীর পরিবার।