• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

এই সেই মামুন বিশ্বাস,যার অক্লান্ত পরিশ্রমের গরিব-দুঃখীর মুখে হাসি ফোটে।

এই সেই মামুন বিশ্বাস,যার অক্লান্ত পরিশ্রমের গরিব-দুঃখীর মুখে হাসি ফোটে।

সেলিম রেজা: ভালোবাসা কারো কাছে থেকে চেয়ে নিতে হয় নাই, এমনি এমনি এসে যায়, তারি দৃষ্টান্তস্বরূপ এই মামুন বিশ্বাস, সাংবাদিক সমাজ সেবক মানবতা ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে ফেসবুকের সহায়তায় অসংখ্য গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছেন দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জের তাঁত শিল্পসমৃদ্ধ এনায়েতপুরে ৫ শতাধিক মাস্ক, ডিটোল সাবান ও প্রচারণাপত্র বিতরণ করেন। সমাজকর্মী মামুন বিশ্বাসের আয়োজনে এনায়েতপুর প্রেসক্লাব চত্বর ও কেজি মোড়ের চলে এ কর্মসূচি। কেজি মোড়ের বিভিন্ন দোকান ও রিক্সা-ভ্যান চালক সহ দিনমুজুরদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করেন দি-বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা মামুন বিশ্বাস। মামুন বিশ্বাস বলেন, হাট-বাজার বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি খেটে খাওয়া ও অসহায় মানুষগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তাদের একজনের রোজগারে পুরো পরিবার চলতো। এখন তাদের উপার্জন বন্ধ। এ জন্য সাধ্য অনুযায়ী ফেসবুকের বন্ধুদের কাছ থেকে সাহায্য নিয়ে আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম যেন না হয় সেই জন্য বাইকে দুই পাশে বিশেষভাবে ডোপ বেঁধে বিভিন্ন জায়গায় ছুটে চলছেন খাদ্যসামগ্রী বিতরণ করতে। সরকারের পাশাপাশি সবাইকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার অনুরোধও জানান তিনি। মামুন বিশ্বাস এর সাথে পরিচয় আমার অনেক দিনের আগের থেকে, আমি শুধু মামুন ভাইকে শুধু একবার ফোন দিয়েছি বলছি, আমার বাড়ির পাশে এতিম অসহায় কিছু পরিবার আছে, কিছু হেল্প করতে পারবেন, শুধু একবার বলা হয়েছে, তিনি কাল ক্ষেপণ না করে সরাসরি ত্রাণ নিয়ে হাজির। হায়াত আলী নামে একজন ব্যক্তি বলেন গরিব দুঃখী অসহায় দের তিনি ফেরেস্তা স্বরূপ মামুন বিশ্বাস ,আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে, হায়াত আলী আরো বলেন, মামুন বিশ্বাস যেন হাজার বছর বেঁচে থাকে এই দোয়া করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *