• মার্চ ২৬, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশাল থেকে পাঠানো নমুনায় করোনা শনাক্ত হয়নি

বরিশাল থেকে পাঠানো নমুনায় করোনা শনাক্ত হয়নি

দক্ষণিাঞ্চলরে নির্ভরযোগ্য চিকিৎসা সেবা কন্দ্রে বরশিাল শেরে-ই বাংলা মেডিকেল কলজে হাসপাতাললের করোনা ইউনটিে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃতরোগীসহ ছয়জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্ররেন করা হয়েছিলো। তাদরে কারো দেহেইে করোনার উপর্সগ পাওয়া যায়ন।

ফলে করোনা নয়িে বরিশালবাসীর আতঙ্কের কিছুই নেই। এখন শুধু প্রয়োজন সরকারের নির্দেশ মেনে সতর্কতার সাথে করোনা মোকাবেলা করা। শনবিার দুপুরে একথা জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। তিনি আরও জানান, র্বতমানে শেবাচিমের করোনা ইউনিটে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অপরদকিে জেলা সিভিল র্সাজন ডাঃ মোঃ মনোয়ার হোসনে শনবিার দুপুরে জানান, নগরীসহ জেলার ১০টি উপজেলায় বিদেশ থেকে আসা ৬৮৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছিলেন স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ৪৪০ জনকে ছাড় পত্র দেয়া হয়েছে। পিসিআর মেশিনের কার্যক্রম শুরু হয়নি। পর্যাপ্ত লোকবল সংখট থাকলেও বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজে করোনা সনাক্তের ল্যাব চালু হতে কমপক্ষে আরো তিনদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লষ্টিরা। পাশাপাশি দ্রুত জনবল  নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকেও চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়ে শনিবার সকালে কলেজ অধক্ষ্য অধ্যাপক ডাঃ অসীত ভূষণ দাস বলেন, অব্যাহতি দিলেও করোনা ভাইরাস সনাক্তের কার্যক্রমে কোন প্রভাব পরবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *