বরিশালের উজিরপুরে করোনা ভাইরাস উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার টাকা জরিমানা। এ সময় পুরো উপজেলায় সচেতনতা মূলক মাইকিং, লিফলেট ও মাষ্ক বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার সাতলা, হারতা, জল্লা, কারফা, ধামুরা, শোলক, ওটরা, মশাং সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্টেশন ও হাটবাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় মশাং বাজারে এক দোকানীকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত লোকজন বসিয়ে রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব প্রদান করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। তিনি জানান করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের প্রথম শর্ত হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়া। সকল শ্রেণিপেশার মানুষকে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরমুখো থাকতে অনুরোধ জানান।

- এপ্রিল ৪, ২০২০
৪০৪
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩