• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

উজিরপুরে শিশুকে পিটিয়ে আহত মসজিদের ঈমাম জেলহাজতে

উজিরপুরে শিশুকে পিটিয়ে আহত মসজিদের ঈমাম জেলহাজতে

উজিরপুরে শিশুকে পিটিয়ে আহত করার অপরাধে মসজিদের ঈমাম শ্রীঘরে। উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা মারকাজ মসজিদের ঈমাম হাফেজ মোঃ এমরান(২২) কে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে উজিরপুর থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায় ওই ঈমাম শুক্রবার সকালে মসজিদে কয়েকজন শিশুকে আরবি পড়াতেন। এ সময় মালিকান্দা গ্রামের সরোয়ার হাওলাদারের শিশু পুত্র আবদুল্লাহ(০৭) কে ওই ঈমাম হাত,পা টিপে দিতে বলে। শিশুটি না দেওয়ায় তাকে বেধম প্রহার করে সঙ্গাহীন করে ফেলে। শরীরের মুখমন্ডল সহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেন। শুক্রবার বেলা ১২টায় উজিরপুর মডেল থানার এ.এস.আই বেল্লাল হোসেন ও উজ্জ্বল উভয়কে উজিরপুর থানায় নিয়ে আসেন। রাতেই আহতের পিতা সরোয়ার হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত কর্মকর্তা এস.আই মিজান জানান শনিবার সকালে ঈমামকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *