• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

চিত্রে ফুটে উঠেছে বোরহানউদ্দিনের সাংবাদিক নির্যাতনকারী নাবিল জামাই আদরে

চিত্রে ফুটে উঠেছে  বোরহানউদ্দিনের  সাংবাদিক নির্যাতনকারী নাবিল জামাই আদরে
দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনের সাংবাদিক নির্যাতনকারী নাবিলকে  অবশেষে মজলুম সাংবাদিক সাগর চৌধুরীর মামলায় গ্রেফতার করেছে পুলিশ।  একজন সাংবাদিককে মিথ্যা মোবাইল চুরির অপবাদ দিয়ে নাবিল প্রকাশ্যে জনতার সামনে  নির্যাতন করে নিজের ক্ষমতা জাহিরি করতে নিজ ফিইসবুক আইডিতে পোস্ট করেন লাইভ ভিডিও। অবশেষে নিজের লাইভে নিজেই ফেঁসে গেলেন আটক নাবিল। স্বল্প সময়ের মধ্যে সহকর্মী ভোলার সাংবাদিকসহ বৃহত্তর বরিশাল বিভাগের সংবাদকর্মীরা স্যোসাল মিডিয়ায় নির্যাতনের সংবাদটি ভাইরাল করতে সক্ষম হয়। নানা তালবাহানার পর পুলিশ নিলেন মামলা।
নাবিল এখন পুলিশ হেফাজতে। নাবিল গ্রেফতার হাওয়ার পিছনে সাংবাদিকদের লিখুনী সবচেয়ে বেশি ভুমিকা পালন করে।  আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি নাবিল যেন আইনের কৌশলে বেরিয়ে আসতে না পারে। এক্ষেত্রে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা পালন করতে হবে। আজ ভোলার অনেক সাংবাদিকদের ফেইসবুক ওয়ালে  গ্রেফতারকৃত নাবিলের ছবি দেখে মনে হচ্ছে, নাবিল পুলিশ হেফাজতে জামাই আদরে আছেন। সাংবাদিক নির্যাতনকারী নাবিলের এমন শাস্তি হওয়া উচিত যা দেখে ভবিষ্যৎ আর কোন ক্ষমতাসীন ব্যাক্তি কলম সৈনিক সাংবাদিকদের নির্যাতনের সাহস না পায়। দল মতের ভুলে সাংবাদিক নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করার জন্য সাংবাদিক বন্ধুদের কাছে জোর আবেদন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *