রাকিবুল ইসলাম তনু: মরনঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) থেকে নিরাপদ থাকতে গনসচেতনতামূলক এবং গনপ্রতিরোধ তৈরীর লক্ষে বাংলাদেশ ছাএলীগ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি হৃদয় আশীষ, পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে জন সাধারনের মাঝে জনসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরন করেন। এ সময় হৃদয় আশীষ সরকারের দেয়া নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষনা সময় সীমার মধ্যে সকলকে ঘরে থাকার আহব্বান জানান। এ ভাইরাসকে প্রতিহত করার জন্য আমাদের সকলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। মরনঘাতী ভাইরাসের প্রতি আতংকিত না হয়ে সচেতনতা গড়ে তুলি। এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি না করি। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুই এবং খালি হাতে চোখে, নাকে, মুখে হাত না দেয়ার কথা বলেন। একি সাথে সরকারের দেয়া সময় সীমার মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।
