• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

সিরাজগঞ্জে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন ৪৪১ জন।

সিরাজগঞ্জে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন ৪৪১ জন।

সেলিম রেজা: সিরাজগঞ্জে বিদেশ থেকে আসা ৫৬৯ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ এর মধ্যে ৪৪১ জনকে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেছে। এ নিয়ে জেলার নয়টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা গিয়ে দাড়ালো ৫৬৯ জন। এদিকে করোনা প্রতিরোধে জেলায় সকল প্রকার সভা-সমাবেশ, গণসমাগম ও যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

জেলার প্রতিটি মোড়ে মোড়ে কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ প্রশাসন। চলছে লিফলেট বিতরণ মাইকিং সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। ইতি মধ্যেই শুরু হয়েছে নিম্ন আয়ের মানুষের খাদ্য সামগ্রী বিতরণ। সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জেলায় মোট ৫৬৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সদর ৪৬জন। ছাড়পত্র নিয়েছে ৪১, বেলকুচির ৩৯ জন। ছাড়পত্র নিয়েছে ২০, উল্লাপাড়া ১১১ জন। ছাড়পত্র নিয়েছে ৯৭, রায়গঞ্জে ৭৫ জন। ছাড়পত্র নিয়েছে ৬৭, কাজীপুর ২৯ জন। ছাড়পত্র নিয়েছে ২২, শাহাজাদপুর ১৮৫ জন। ছাড়পত্র নিয়েছে ১৪৬, কামারখন্দ ৪৭ জন। ছাড়পত্র নিয়েছে ৩৬, তাড়াশ ১৭ জন, চৌহালী উপজেলায় ২০ জন। ছাড়পত্র নিয়েছে ১২ জন।

সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যাবেক্ষনে রাখা হয়েছে। তাদের ১৪ দিন পর্যন্ত কোন লক্ষণ ছাড়াই কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এর মধ্যে অনেকে ছাড়পত্র নিয়ে বাড়ী চলে গেছে। তিনি আরো বলেন, জেলা সদরসহ ৯টি উপজেলায় মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *