সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে সোমবার সকালে করোনা মোকাবেলায় ঘরে বন্দি দিনমজুরর এক হাজার পরিবারের মাঝে চাল, আলু ও মুসুরী ডাল বিতরণ করা হয়েছে। নগরীর কেডিসি কলোনীতে বসবাসরত এক হাজার পরিবারের প্রতিটি ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একইদিন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সামাজিক দূরত্ব বজায় রেখে বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নিজ হাতে সরকারী বরাদ্দের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ এবং নিজস্ব উদ্যোগে বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে তা পৌঁছে দিয়েছেন কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। এছাড়া তিনি এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্ব সাধারনের মাঝে লিফলেট, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে হাত ধোয়ার জন্য একাধিক ড্রামের ব্যবস্থা করেছেন। একইদিন আগৈলঝাড়ায় কর্মহীন হয়ে পরা দিনমজুর পরিবারের মাঝে স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর উদ্যোগে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

- মার্চ ৩০, ২০২০
৪৪৭
Less than a minute