জেলার বানারীপাড়া উপজেলার পূর্ব সৈয়দকাঠী গ্রামের একটি ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য পাতা বিদ্যুতের তারে জড়িয়ে সরোয়ার মৃধা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এরপূর্বে রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ওই গ্রামের জাকির হোসেন মৃধার জমি থেকে সরোয়ারের মরদেহ উদ্ধার করেন। সরোয়ার ওই গ্রামের মৃত নহরী মৃধার পুত্র। সোমবার সকালে থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরোয়ার মৃধা ওইদিন বিকেলে জমির আইল থেকে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দীর্ঘসময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বাড়ির পাশের জমিতে খুঁজতে যান। এ সময় তারা একই বাড়ির জাকির হোসেন মৃধার জমিতে সরোয়ারকে বিদ্যুতের তারে জড়িয়ে পরে থাকতে দেখে। তাৎক্ষনিক তাকে (সরোয়ার) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে সরোয়ারের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
