• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

সামাজিক দূরত্ব বজায় রাখতে শেবাচিমের বারান্দায় গোল চিহ্ন

সামাজিক দূরত্ব বজায় রাখতে শেবাচিমের বারান্দায় গোল চিহ্ন

করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারি নির্দেশনা মেনে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকেরা। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন জায়গায় চিকিৎসকরা রং দিয়ে গোল চিহ্ন একে দিয়েছেন। ওইসব গোল চিহ্নিত জায়গায় দাঁড়িয়ে রবিবার সকাল থেকে সেবা নিতে শুরু করেছেন রোগী ও তাদের স্বজনরা। এতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।

হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদীপ কুমার হালদার বলেন, আমরা জেগে আছি আপনাদের ভালো থাকার আশায়। তাই করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারের নির্দেশনা মেনে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে হাসপাতালের বিভিন্ন জায়গায় রং দিয়ে গোল চিহ্ন একে দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন বিভাগের সামনের করিডোর, বহির্বিভাগ টিকিট কাউন্টারের সামনে রং দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্ন একে দিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সেই চিহ্নিত ঘরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। চিকিৎসকদের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন রোগীর স্বজনরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *