• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে পলাশপুর মাদ্রাসার নামে অপপ্রচার! সাবধান

বরিশালে পলাশপুর মাদ্রাসার নামে অপপ্রচার! সাবধান

” মুড়ি খেয়ে বেঁচে আছে শতাধিক এতিম শিশু ”

শিরোনামে একটি ভূয়া সংবাদ প্রচার করেছে যা সম্পুর্ন অসত্য।

সারাদেশ করোনা ভাইরাসের আতংকে ভূগছে। এই সময়ে মানবতার চরম অবক্ষয় ঘটাচ্ছে একটি কুচক্রী মহল। তারা বরিশাল নগরীর পলাশপুর ৫ নং ওয়ার্ড,৭ নং গলির গুচ্ছগ্রাম সংলগ্ন রহমানিয়া ক্বিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে ” মুড়ি খেয়ে বেঁচে আছে শতাধিক এতিম শিশু ” শিরোনামে একটি ভূয়া সংবাদ প্রচার করেছে যা সম্পুর্ন অসত্য। এমনকি মাদ্রাসার পরিচালকের নামে একটি মিথ্যা এবং ভুল বিকাশ নাম্বার প্রচার করে যাহা ঐ মাদ্রাসার কারও নয়। এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী বলেন,এই প্রচারিত সংবাদটি আমি অসুস্থ থাকাকালীন প্রায় ৬ মাস পুর্বের। কিন্তু সংবাদ প্রকাশের পর বরিশাল জেলা প্রশাসকসহ বিভিন্ন ব্যাক্তি এবং প্রতিষ্ঠান সরোজমিনে পরিদর্শন করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার বর্তমানে এতিম শিশুরা আল্লাহর রহমতে ভাল আছে। তিনি আরও বলেন,করোনা আতংকের কারনে এই মুহুর্তে সরকারি নির্দেশনা অনুযায়ী মাদ্রাসা বন্ধ রয়েছে। এই সুযোগে একটি প্রতারক চক্র সেই নিউজটি কপি করে ভুয়া বিকাশ নাম্বার দিয়ে আপলোড দেয় যাতে করে সাধারন মানুষ বিভ্রান্ত হয়ে পরে। নুরুল ইসলাম আরও বলেন, মাদ্রাসায় সাহায্য পাঠানোর একমাত্র অনুমোদিত বিকাশ নাম্বার হলো ০১৯২৪৬১২৯১৮ ( পারসোনাল)। আপনারা কেহ উক্ত নাম্বার ব্যাতীত অন্য নাম্বারে সাহায্য পাঠিয়ে প্রতারিত হবেন না। এছাড়াও যে আইডি দিয়ে ভূয়া সংবাদ এবং নাম্বার প্রচারিত হয়েছে তাকে খুজে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবারও অনুরোধ জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *