• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

আদালতের নোটিশ অমান্য করে গাছ পালা ভেঙ্গে ও হুমকি দিয়ে জমি দখলের পায়তারা দুষ্টুচক্রের, আদালতে ফের ফৌজদারি মামলা।

আদালতের নোটিশ অমান্য করে গাছ পালা ভেঙ্গে ও হুমকি দিয়ে জমি দখলের পায়তারা দুষ্টুচক্রের, আদালতে ফের ফৌজদারি মামলা।
উজিরপুর উপজেলা ওটরা ইউনিয়নের কেশবকাঠী (৪নং ওয়ার্ড) স্থানীয় মল্লিক বাড়ী’র মোঃ জিয়াউর রহমান(৪০), পিতা: এমডি. তাছেন মল্লিাক’এর ক্রয়কৃত কেশবকাঠী মৌজার জে এল নং: ২০, এস এ খতিয়ান: ৬৯৬, এস এ দাগ নং: ৪৮২ যাহার ডিপি খতিয়ান নং: ১২৯২, ডিপি দাগ নং: ১২২০/১২২১ মোট ২.১৫ একর সম্পত্তির মধ্যে ৪১ শতাংশ ক্রয়কৃত এবং জে এল নং:২০, এস এ খতিয়ান ৬৯৭, এস এ দাগ নং: ৪৮৫, খতিয়ান নং: ১২৯২, ভিপি দাগ নং: ১১৩৩, মোট সম্পত্তির পরিমান ২.১৬ একরের মধ্যে ১৮শতাংশ ক্রয়কৃত সম্পত্তি দির্ঘ্যদিন যাবত গাছপালা রোপন করে ভোগ দখল করে আসছে।
এক দুষ্ট চক্র নেপথ্যে থেকে বিগত অনেক দিন যাবত এ সম্পত্তি জোড়পূবর্ক দখলের পায়তা করে আসছে এবং এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিস মিমাংসা হয়, এমনকি উজিরপুর মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ শিশির কুমার পাল’এর উপস্থিতিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিতের নিয়ে সামজিক ভাবে সমাধা করা হয়। সামাজিক চাপে সাময়িক ভাবে এ দুষ্ট চক্র কিছু দিন চুপ থাকলেও নেপথ্যে থেকে আর খারাপ ভাবে নীলনকশা আকঁতে থাকে তারা। এবং জমি দখলের পায়তারা চলমান রাখে। তারই দ্বারাবাহিকতায় ১ম পক্ষ মোঃ জিয়াউর রহমান(৪০) কতৃক বর্নিত আদালতের এ পি মামলার নং: ৫৪/১৯ ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ দ্বারায় উজিরপুর মডেল থানা কতৃক নোটিশ প্রদান করা হয়।
কিন্তু আদালতের আইন অমান্য করে, হঠাৎ আবার গত ২৬ মার্চ আনুমানিক রাত ৯টার সময় পাশ্ববর্তী স্থানীয় লোকজনের উপস্থিতিতে ভোগকৃত জমিতে রোপনকৃত প্রায় ৫০-৬০টা গাছ পালা ভেঙ্গে জোর তোর হুমকি দামকি ভয় ভিতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে ১. রুস্তম শেখ, পিতা: মৃত হাসেম আলী শেখ,২. নিতাই বাড়ৈ, পিং নিরঞ্জন বাড়ৈ, ৩. শুখরঞ্জন বাড়ৈ, পিং: মৃত. কার্তিক বাড়ৈ, ৪. লিখন বাড়ৈ, পিং: শুখরঞ্জন বাড়ৈ, ৫. ধনঞ্জন বাড়ৈ, পিং: ধলু বাড়ৈ, ৬.কল্পনা বাড়ৈ স্বামী: শুখরঞ্জন বাড়ৈ, ৭, জোছনা বাড়ৈ, স্বামী: গৌরঙ্গ বাড়ৈ, ৮. কবিতা বাড়ৈ, স্বামী: নিতাই বাড়ৈ। এব্যপারে এসকল অবৈধ দখলদারদের হাত থেকে বাচঁতে উপরক্ত নামধারীদের আসামী করে ফের বরিশাল জেলা ম্যেজিস্টেট আদালতে মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *