• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার

করোনা ভাইরাস প্রতিরোধে বারবার হাত ধোয়া ও জীবাণুমুক্ত রাখার জন্য ব্যবহৃত হয় হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু বরিশালের বাজারে সংকট দেখা দিয়েছে হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজারের। তাই বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা নিজস্ব ফর্মুলায় বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও রোগীদের জন্য ইতোমধ্যে তারা প্রথম প্রতিটি ১০০ মিলিমিটার পরিমানের শতাধিক বোতল স্যানিটাইজার তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীনের নেতৃত্বে চারজন শিক্ষার্থীর একটি দল এগুলো তৈরি করেন। এতে আর্থিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দলে ছিলেন, বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর এবং দ্বিতীয় বর্ষের শোয়েব সৈকত, রবিউল হাসান ও তাসনিম হোসেন।

সোমবার সকালে স্যানিটাইজার তৈরির এমন উদ্যোগের ব্যাপারে ড. রেহানা পারভীন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের হাত পরিস্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাত পরিস্কার রাখার ব্যাপারে ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও তাদের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা অতীব জরুরি। এ কথা মাথায় রেখে উপাচার্য স্যারের ইচ্ছায় ও শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে আমরা রবিবার থেকে স্যানিটাইজার তৈরি শুরু করেছি। তিনি আরও জানান, স্যানিটাইজারের কাঁচামাল প্রাপ্তিতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন কিংবা অন্য মাধ্যমে কাঁচামালের আরও বেশি সরবরাহ যদি নিশ্চিত করা যায় তবে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস হানা দেওয়ার ফলে আমরা এক মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। এই বিপর্যয় প্রতিরোধে বরিশালের মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ প্রচেষ্টার কলেবর আরও ব্যাপক বৃদ্ধি করার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *