• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

গৌরনদীতে করোনা প্রতিরোধে জরুরি সভা

গৌরনদীতে করোনা প্রতিরোধে জরুরি সভা

জেলার গৌরনদীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি সভা সোমবার বেলা এগারোটায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ সাড়াদান সমন্বয় কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আহসান হাবীব, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণকান্ত দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, মেডিকেল অফিসার ডাঃ অমূল্য রতন বাড়ৈ, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম প্রমুখ। সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
লিফলেট বিতরণ \ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশানের পক্ষ থেকে সোমাবার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নেতৃত্বে গৌরনদী, টরকী, মাহিলাড়া বাসষ্ট্যান্ডসহ বিভিন্নস্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *