• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় মৃত সেই অজ্ঞাত ব্যাক্তির পরিচয় পাওয়া গেল

ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় মৃত সেই অজ্ঞাত ব্যাক্তির পরিচয় পাওয়া গেল

উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে গত ১৭/০৩/২০২০ রোজ মঙ্গলবার ইচলাদী সাকুরা পেট্রলপাম সংলগ্নে অজ্ঞাত এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলজ হাসপালে রেফার করেন।

তাৎখনিক আহতর কোনো স্বজন না থাকায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল আহসান শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসা অবস্থায় তিনি(আলমগীর হোসেন) মারা যান। পরবর্তীতে অনলাইন নিউজের ভিত্তিতে জানাজানি হলে তার পরিবারবর্গ বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে গিয়ে লাশটি আলমগীরের বলে সনাক্ত করেন তার স্বজনরা।

পরবর্তীতে আলমগীরের মরদেহ আজ সকালে বাড়িতে নিয়ে আসেন এবং মাগরীব বাদ তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করেন। মৃত আলমগীরের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে কাশেম হাওলাদারের ছেলে। মৃত আলমগীর পাঁচ ভাই বোনের মধ্যে বড়। তিনি পেশায় ছিলেন ভ্যান চালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *