সেলিম রেজা: বাংলাদেশ করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিকে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে হযরত হাজী খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ:) এর মাজার শরীফের আগামী ১৯ থেকে ২১ মার্চ তিনদিন ব্যাপি বাৎসরিক ওরস শরীফ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে উপজেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটি। বুধবার হযরত হাজী খাজা শাহ্ শারীফ জিন্দানী (রহ:) এর মাজার শরীফের বাৎসরিক ওরস পরিচালনা কমিটি ও উপজেলা প্রশাসনের জরুরী এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। প্রতিবছর একই সময় ৩ দিন ব্যাপি এ মহাপবিত্র ওরসে দেশে বিভিন্ন জেলা থেকে লাক্ষো মুসল্লীর সমাগম ঘটে। কিন্ত এ বছর বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় একই স্থানে লাক্ষো মানুষের জমায়েতে স্বাস্থ্য ঝুঁকিকে পরতে পারে এমন আশঙ্কায় জরুরী ভাবে অনিদিষ্ট সময়ের জন্য ওরসের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। করোনা ভাইরাসের ঝুঁকি স্বাভাবিক হলে পরবর্তী সিন্ধান্ত গ্রহন করবে মাজার কমিটি। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, হযরত শাহ্ শরীফ জিন্দানী (রহ:) এর বাৎসরিক ওরসে অনেক মানুষের জমায়েত হয়। যেহেতু দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে তাই স্বাস্থ্য ঝুঁকিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ওরস কমিটির সাথে বৈঠক।

- মার্চ ১২, ২০২০
৪২৭
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১