• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

সিরাজগঞ্জ তাড়াশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম দিগুণ

সিরাজগঞ্জ তাড়াশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম দিগুণ

সেলিম রেজা: সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার বেড়ে গেছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম। উপজেলায় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিক্রি এতটাই বেড়েছে যে অনেক বাজারে সেগুলো পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও নির্ধারিত মূল্যের চেয়ে দাম অনেক বেশি। মঙ্গলবার (১০ মার্চ) সকালে তাড়াশ পৌর বাজারে শাহিনুর আক্তার বলেন, ‘বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত করি, সে জন্যই মাস্ক কেনা। কয়েকদিন আগে যে মাস্ক কিনেছি ২০ টাকা দিয়ে সেটাই এখন কিনলাম ৮০ টাকায়। গুল্টা আদিবাসী হাই স্কুলের শিক্ষক সোহেল রানা বলেন, করোনা আতঙ্ক থেকেই মাস্ক কিনে নিলাম। বাসার সবার জন্য মাস্ক কিনেছি। গুল্টাবাজারে নেই, এখানে যা পাওয়া যাচ্ছে কাল থেকে হয়তো সেটাও পাওয়া যাবে না। তাই দাম বেশি হলেও কিনে নিয়েছি। এ প্রসঙ্গে সাংবাদিক মহসীন আলী বলেন, উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে হ্যান্ড স্যানিটাইজার সংকট দেখা দিয়েছে। এসব দোকানে হ্যান্ড স্যানিটাইজার আর মাস্কের জন্য যে পরিমাণ ভিড় বোঝাই যাচ্ছে মানুষ করোনায় আতঙ্কিত। স্যানিটাইজার নামের হাত ধোয়ার যে জিনিসটি এতদিন বিক্রি হয়নি, তা একদিনেই মার্কেট আউট হয়ে গেছে। ১৫ টাকার মাস্ক ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *