সেলিম রেজা সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়েছে। এছাড়াও চুরি যাওয়া মোটরসাইকেল দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে আটক করা হয়। আটককৃতরা হলো, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসুপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৪) ও একই উপজেলার বনগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে মোফাজ্জল হোসেন (২৩)। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ জানান, গত ৬ জানুয়ারী রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সোহেল রানার সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের ভাড়া বাসা থেকে তার সরকারী মোটর সাইকেল ও মোবাইল সেট হারিয়ে যায়। এঘটনায় সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ চুরি যাওয়া মোবাইল ট্র্যাকিং করে মঙ্গলবার রাতে দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে আরেক অভিযানে আইপিএলসহ বিভিন্ন খেলার জুয়া চক্রের প্রধান লিমন হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক লিমন শহরের রহমতগঞ্জ মহল্লার রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান