বরিশালের উজিরপুরে বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম। ৯মার্চ সোমবার বিকেল ৩ টায় বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজলো আওয়ামীলীগের সভাপতি এস.এম.জামাল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার আঃ মালেক, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আঃ মজিদ, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবী রানী দাস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন শোলক ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃ আঃ হালিম, সাধারণ সম্পাদক কুদ্দুস ফকির, সমাজসেবক এনায়েত হোসেন শরীফ, আ’লীগ নেতৃ এ্যাডঃ মোর্শেদা পারভীন, যুবলীগ নেতা সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিরতণ করেন প্রধান অতিথি। তিনি বলেন এ সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন সাহায্য সহযোগীতা অব্যহত রয়েছে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন। বিদেশ থেকে আগামীতে আর পিয়াজ, রসুন আমদানী করতে হবে না। বরঞ্চ বাংলার কৃষকেরা পিয়াজ, রসুন বিদেশে রপ্তানী করতে পারবে।

- মার্চ ৯, ২০২০
৩৮২
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩